ফেলে আসা শৈশবের স্মৃতিগুলো সত্যিই মনের গহীনে এক বিশেষ জায়গা করে নেয়। তখন বিটিভি ছাড়া আর কোনো মাধ্যম ছিল না কার্টুন দেখার, আর সেই সময়কার সব কার্টুনই ছিল দারুণ। সারা সপ্তাহজুড়ে অপেক্ষা করতাম কখন সেই কাঙ্ক্ষিত কার্টুনের সময় হবে। ছোটবেলার সেই কার্টুনগুলো যেন জীবনেরই এক অংশ হয়ে উঠেছিল।
যদিও এখনকার সময়ে, বয়স বাড়ার সাথে সাথে অনেকেই কার্টুন থেকে দূরে সরে যায়, তবুও কিছু মানুষ আছেন যারা এখনো কার্টুনের প্রতি এক ধরনের ভালোবাসা ধরে রেখেছেন। আমি নিজেও তাদের মধ্যে একজন। এখনও যখন কোনো চ্যানেলে পুরোনো প্রিয় কার্টুন চরিত্রগুলো দেখি, সেই শৈশবে ফিরে যাই।
Jআমার প্রিয় কিছু কার্টুন:Popeye the Sailor Man: সম্ভবত একুশে টিভিতে প্রচার হতো। এই শো দেখে শাক-তরকারির শক্তির ধারণাটা পেয়েছিলাম।
Samurai X: চাইনিজ অ্যানিমেশন। এর স্টার্টিং গান আর চরিত্রের হেয়ারস্টাইল এখনো মনে গেঁথে আছে।
The Jungle Book (মোগলি): মোগলির গল্পটি বাংলা ভাষায় দেখতে ভালো লাগত।
Captain Planet, Tom & Jerry, Minna (মিনা): এগুলো ছোটবেলা থেকেই ভালো লাগার মতো।

এখনও আমার কিছু শিশুসুলভ অভ্যাস ধরে রেখেছি। এই কার্টুনগুলো আমার চিন্তাচেতনায় এতটাই গভীরভাবে প্রভাব ফেলেছিল যে সেগুলো ছাড়তে চাই না।

Jumanji: খুব প্রিয়। লুডুর গুটি চাললেই নতুন রাজ্যে চলে যেত, সেই গল্পগুলো এখনো স্বপ্নের মতো।
Back to the Future: এই কার্টুন থেকেই প্রথম টাইমমেশিনের ধারণা পাই। এক এক পর্বে এক এক অভিযান, যেন আমিও সেই অভিযানে অংশ নিচ্ছি।
এগুলো সবই আমার শৈশবের অবিচ্ছেদ্য অংশ, এবং আমি এগুলোকে আজও মিস করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন