কোন ভাষায় পড়তে চান সিলেক্ট করুন

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

মুহূর্ত অনুভূতি (২) - উগ্রমূল্যায়ন

যার সাথে যার বন্ধন আছে সে যেখানেই থাক তার সাথে তার বন্ধন হবেই। কথায় আছে না, জন্ম, মৃতু, বিয়ে এই তিন সত্য দিয়ে বানালেন দুনিয়া।ভালবাসার মানুষের জন্য মুল্যবান জ্ঞান, প্রতিভা, যোগ্যতার সবটুকু প্রয়োগ করার কোন প্রয়োজন নেই। 

         স্যাকা খাইয়া কবি হইতে চাও লেখক হইয়্যা আবেগে ফেইজ বুকের টাইমলাইন ভাসাইয়া দিতে চাও তবে বিন্ধাবনে যাও। এই সমাজে না ,এই দেশে লেখার সঠিক মূল্যয়ন পায় না । 
         লেখক যদি হতে চাও সৌখিন লেখক হ্ও সাকা খাওয়ার দরকার নাই।লেখাকে পেশা হিসেবে নিতে চাইলে দুবেলা খেতে পারবে কিন্তু কাজ না করে বসে খাইতে পারবে না।ভিনদেশী লেখকরা ভুংবাং লেখা দিয়ে পকেট ভরে কামাইয়া নিতে আছে ।আর আমাদের দেশ হাজার হাজার লেখক ভাল মানের কন্টেন নিয়ে লিখে ভাত পাচ্ছে না । বই পড়ার আগে লেখকের নাম দেখে বই কেনার অভ্যাস আমাদের গেলো না । আজো আমাদের কাছে লেখকদের মূল্যয়ন সেকা খাওয়া ব্যাক্তি হিসেবে ।সেকা খাওয়া মানুষের বই কিনে নাকি কেউ?