কোন ভাষায় পড়তে চান সিলেক্ট করুন

ছেলে বেলা

আমার শৈশবের কার্টুন দেখার স্মৃতি



ফেলে আসা শৈশব কে খুব মিছ করছি। তখন বিটিভি ছাড়া কোন মাধ্যম ছিল না কাটুন দেখার। সারা সপ্তাহজুড়ে কাটুন কোন সময় হবে সেই সময়ের জন্য অপেহ্মা করতাম। বিটিভির তখনকার প্রচারিত সব কাটুনছবি গুলো ভাল লাগতো। মোটামুটি সবাই ছোটবেলায় কম বেশি কার্টুন দেখেছেন। কিন্তু কৈশর পেরিয়ে যুবক বয়সে এসে আর সেই কার্টুন দেখার কোন আগ্রহ থাকে না।কিন্তু এর
মাঝে কিছু লোক আছে যারা কিছুটা ব্যাতিক্রম ! তারা কোন চ্যানেলে কার্টুন ছবি দেখলেই কিছুটা হলেও চোখ আটকিয়ে রাখে। খুজে ফেরে সেই ফেলে আসা দিনগুলির প্রিয় কোন কার্টুন চরিত্রদের। জ্বী আমি তেমনই একজন কার্টুনভক্ত। এখনও ফেলে আসা দিনের কার্টুনসমূহ
আমাকে পাগলের মত টানে।
যে কার্টুনগুলো তখনকার সময় আমার চিন্তা চেতনায় সর্বদা বিরাজ করত।
আমার প্রিয় কিছু কাটুন ছবি ছোট আকারে তুলে ধরছি।
Jumanji এইটা আমার খুব খুব প্রিয়। লুডুর গুটি চেলে নতুন রাজ্যে চলে যেত কিউন দুইডা বেবি আমি ঘুমের ঘরে মাঝে মাঝে এখন ও যাই।
Back to the Future এটা আমার প্রিয় কাটুন ছবি। এই কাটুন ছবিটি দেখে আমি জীবনে টাইমমেশিনের ধারনা পাই। টাইমমেশিনে সম্পূন অন্য ভূবনে নিয়ে যাবে। এক এক পবে এক এক অভিযান। আহ মনে হয় আমি তখন নিজেই ওই অভিযানে নামিছি।
Godzilla আমার আরেকটি প্রিয় কাটুন ছবি। অসাধারণ কাজ। Godzilla মুভি দেখে ও অস্থির লাগছে । মজার বিষয় গুলো হল অনলাইন ঘুরে জানতে পেলাম। Godzilla মুভিগুলো কিন্তু Godzilla কাটুন ছবি দেখ অনুপ্রাণিত হয়ে এক পরিচালক এই ছবিটি বানিয়েছে। Godzilla যেই দিকটি সব চেয়ে আমার ভাল লাগছিলি তা হল এটার শুরু হবার সময় এটার টাইটেল গানটি। ওখানে আছে এক Journalist ক্যামেরা নিয়ে বিশালাকার godzilla ভিডিও করছে। আহ এখনো চোখের সামনে ভাসছে।

Popeye the sailor man এটা সম্ভবত একুশে টিভিতে দিত। এটা দেখেই বুজতে পারছি।শাক তরকারি শক্তি।
Samurai x এই চাইনিজ Animation টা আমাকে দারুন মজা দিছে এখনো দেখি এটার starting গান আর চরিত্রের চুলের স্টাইল সেই হেব্বি..
The Jungle Book এটা বাংলা মুগলি।
অন্যন্য গুলোর ভিতরCaptain planet, Tom & Jerry, Menaমিনা, Mr Bin তো বরাবরই তো ভাল লাগতো।

আমি আমার কিছু শিশুসুলভ কিছু অভ্যাস এখন ও ধরে রেখেছি ছাড়তে চাই ও না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন