কোন ভাষায় পড়তে চান সিলেক্ট করুন

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

ডাকাত আতঙ্কে নির্ঘুম কালকিনি

ডাকাত আতঙ্কে সিডিখান , এনায়েত নগর জাইল্লার হাট , শিকার মঙ্গল এলাকায় বিভিন্ন মসজিদে মাইকিং করা হয়েছে

কালকিনি নদীর এপারে মানুষের কাছে এখন এই ডাকাত আতঙ্কে ঘুম হারাম হচ্ছে। প্রসাসনের এই দিকে বিশেষ নজর রাখার অনুরোধ করছি। আপনারা নদীর এপারের মানুষদের দিকে একটু বিশেষভাবে নজর দিন।
প্রতিবছর ধানের এই মৌসুম ডাকাত খুন-খারামীসহ বিভিন্ন অসামজিক কাজ হয়ে থাকে এই যে ডাকাত আসছে এটা মূলত এক শ্রেনীর অপরাধ প্রবন মানুষের তৈ্রি গুজব যার সাথে না বুঝে তাল দিচ্ছে তাল সাধারন মানুষ , এই সুযোগের ফায়দা লুটিয়ে গুজব রটিয়ে এই কাজ সত্যিই বাস্তব ঘটিয়ে দিবে কিছু দলীয় গোষ্ঠিয় সম্প্রদায়
ডাকাত আসছে এই গুজবে রটিয়ে মানুষের মাঝে ভীতি ছড়িয়ে ঘরমুখী রেখে দলীয় মারামারী করে থাকেন কিছু দলীয় গোষ্ঠিয় সম্প্রদায়
উদ্দেশ্য একটাই মানুষ মেরে লুটপাত করে দিনশেষে ডাকাত বলে দলীয় বা গোষ্ঠিয় ক্রোধ ডাকাতের উপর চাপিয়ে দিয়ে ঘটনার মোড় অন্য দিকে প্রভাবিত করা দিনশেষে তদন্ত্র হবে ডাকাত নিয়ে কিন্তু ডাকাত পাবে না। এই ডাকাত কিন্তু পাশেই দলীয় গোষ্ঠিয় সম্প্রদায় ইতিপূবে খবর পেলাম ডাকাতি হইছে পাতারচর পাচ ঘরে সামনে কি অপেক্ষা করছে জানি না
এখন করোনা আতঙ্কে মানুষ এমনেই অসহায় জীবনযাপন করছেন সাথে গুন-মারামারী ডাকাত আতঙ্কে সাধারন মানুষ ভীষন অসহায়।
প্রতিবছর কিছু দলীয় গোষ্ঠিয় সম্প্রদায়ের গুন-মারামারী ডাকাতদের অসামজিক কাজের ফল ভোগ করতে হয় কালকিনি থানার অন্যতম শান্ত এলাকা মিয়ারহাট শিকার মঙ্গলবাসীর আশ পাশের এলাকায় বিভিন্ন দলের মারামারী ঘটনা প্রভাব পড়ে মিয়ার হাটের উপর ভীষনভাবে
গত বছর মিয়াহাট বাজারে পাশ্ববতী ইউনিয়নের দলীয় মারামারীতে একজনকে খুন করা হয়েছে তাছাড়া মিয়ারহাট বাজারে ০৬-০৩-২০১৬ ইং দিবাগত রাত ১টায় অস্ত্রধারী একদল ডাকাত মিয়ারহাট বাজার ডাকাতী কালে তাদের বাধা দেওয়ায় ডাকাতদের হাতে প্রান দিয়েছিলেন আমাদের যুব সম্প্রদায়ের অহংকার ,সাহসী প্রতিবাদী, মিয়ার হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়য়ের প্রাক্তন শিক্ষার্থী শিকার মঙ্গল ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি কাজী তরিকুল ইসলাম স্বপন ভাই
কাজী তরিকুল ইসলাম স্বপন ভাইয়ের মৃত্যু রহস্য আজও  আড়ালে
প্রিয় সাংবাদিক, প্রশাসনের ভাইয়েরা আপনাদের প্রতি বিশেষ আকুল আবেদন করোনার পাশাপাশি এই ডাকাত আতঙ্কে অন্যন্য ইউনিয়েনের পাশাপাশি শিকার মঙ্গল মিয়ারহাটবাসী ভীষণ আতঙ্কে দিন কাটাচ্ছে। আমাদের প্রতি বছর একটা না একটা ঘটনায় আঘাত দিয়ে যাচ্ছে।
মিয়ারহাটের পাশে অনেক চরএলাকা এবং ইউনিয়ন থাকায় এটি কালকিনির অন্যতম বানিজ্যিক হাট শুধু কালকিনি নয় সমস্ত দক্ষিণ বঙ্গের  ভিতর এই বাজার বিখ্যাত কাচামাল , মাছ, ফসলের জন্য
মানুষ এখানে তাদের নিত্য প্রয়োজনীয় বেচাকেনা করতে আশে যার প্রধান কারন মিয়ারহাট একটি শান্ত-শিষ্ঠ এলাকা এখানে আসা মানুষদের আমরা সব সময় আতীয়তা দিয়ে থাকি
আমরা চাই সব ইউনিয়নের মানুষ শান্তিতে থাকুন। তাহলে আমর ভাল থাকি বিশেষ কোন দলীয় বা গোষ্ঠি নাম উল্লেখ করতে চাই না আমরা শুধু শান্তি চাই। আমাদের শিকার মঙ্গল ইউনিয়ন মিয়ারহাট একটি শান্ত এলাকা কোন দলিয় কোন্দল নাই কিন্তু আমাদের তারপরও বিভিন্ন ভাবে শোষিত হতে হয়
কালকিনির অনেক সাংবাদিক ভাই আছেন আপনারা দেশে সুনামের সহিত কাজ করে যাচ্ছে অনেক ভাল ভাল অবস্থানে আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন প্রিয় ভাইয়েরা আপনাদের থেকে আমরা সাধারন মানুষ কখনো খালিহাতে ফিরে আসি নাই আশা করি এই ক্রান্তিকালেও কাছে পাব প্রিয় স্থানীয় কেন্দীয় সকল সাংবাদিক ভাই আপনারা এই ডাকাত আতঙ্ক প্রসাসনের কাছে তুলে ধরুন , আমরা শুধু শান্তি চায় চর প্রবন এলাকাসহ কালকিনির নদীর এই পারের মানুষদের প্রতি একটু সহানুভূতি দিন
প্রিয় প্রসাসনের ভাইয়েরা আমাদের এই দিকে টহলের ব্যবস্থা আরো জোরদার করুন
মিয়ারহাট বাজার সহ অন্যন্য বাজার গ্রাম ইউনিয়ন শান্তি নিশ্চত করুন আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক

আল মারুফ মৃধা 
ওয়েবঃ  http://www.almarufmridha.com/ 
ইউটিউবঃ AL Maruf Mridha
ফেইজবুক পেইজঃ  AL Maruf Mridha