কোন ভাষায় পড়তে চান সিলেক্ট করুন

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

কৃষক হই দেশ বাচাই - আল মারুফ মৃধা


প্রয়োজনের চাইতে চাল,তেল কিনে বেশি রাখে যে জন। কে বলে মানুষ পশু সেই জন।
খুব সংনিকটে দেশে ভয়াবহ খাদ্য সংকট আসবে যে পরিমান খাদ্য আছে তা দিয়ে হয়তো আরো / মাস যেতে পারে। এই / মাসের বাজারও স্টককারীরা নষ্ট করে দিছে।

দেশে দুভিক্ষ আসবে এভাবে চললে। যা আমাদের প্রধানমন্ত্রী আগেই বুঝতে পেরেছেন, তাই তো জাতীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যতে তিনি এই সোনার দেশের সোনার মাটির এক টুকরো ফাকা না রাখতে অনুরোধ করেছেন। এই দুভিক্ষের কথা জননেত্রী আগে বুঝতে পেরেই বিশাল পরিমান ত্রান পাঠিয়েছেন দেশের সব প্রান্তে যেন গরিব মানুষ কিছু খেতে পারে। 

করোনো  যদি মহামারী আকারে ছড়িয়ে পড়ে আর চেয়ে বেশি মহামারী হবে ক্ষুধার মহামারী । ক্ষুধাই বেশি কেড়ে নিবে বাংলার মানুষদের  । 

সামনে টাকা দিয়েও খাবার পাবেন না কেউ। আমরা চাল তেল সব কিনে খাই বিদেশ থেকে।
এখন ওই বিদেশীদের অকাল হলে তারা বিক্রি করবে না। থাইল্যান্ড, ব্রাজিল,মায়ানমার, ইন্ডিয়াইন্দোনেশিয়া ইত্যাদি দেশ আর চাল,তেল নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিত্রি না করলে কি হবে একবার ভেবে দেখুন।

দেশের এই ক্রান্তিকালে একমাত্র কৃষকরাই দেশকে বাচাতে পারে । কৃ্ষকদের সাহায্য ভীষণ প্রয়োজন এই দেশের ।  তাই আসুন দেশ বাচাই আমরা বাচি। প্রয়োজনের চেয়ে বেশি না কিনে আরেক জনের হক নষ্ট না করি। আমরা ফিরে যাই পিছনের পেশায়, কৃষক হই দেশ বাচাই।
আল মারুফ মৃধা 
Natural Blogger 
অফিসিয়াল ওয়েবঃ  http://www.almarufmridha.com/ 
ইউটিউবঃ AL Maruf Mridha
ফেইজবুক পেইজঃ     AL Maruf Mridha

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন