একা পথ চলা আমি অনেক আগেই শিখে গেছি। কীভাবে সুখকে লাথি মেরে সংগ্রামের দিকে এগিয়ে যায় এক পাগল, তা কেবল পাগলই জানে। আমিও জ্যান্ত পাগলের মতো অদ্ভুত সব স্বপ্ন দেখতে ভালবাসি। অযথা অনুসন্ধান করে সময় নষ্ট করার মজাটা অনেক আগেই রপ্ত করেছি। পাগল ছাড়া দুনিয়া চলে না—আজকের এই নতুন সাজে আবারও সেই পাগলের পুরনো অসুখ জেগে উঠছে।
মনে হচ্ছে হাসি আসছে! এক গাল হেসে নাও!
আমি আমার যোগ্যতা নিয়ে মোটেও চিন্তিত নই। আমি দূরপাল্লার খেলোয়াড়। জীবনটা আসলে কয়েক বছর পর থেকেই শুরু হবে, সেটা অনেক আগেই বুঝে নিয়েছি। কারণ আমি জানি, আমার ঘাটতি আছে, আর এই সময়ে আমাকে অনেক কিছু শুনতে হবে, সহ্য করতে হবে। তবুও, উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা কখনোই ছেড়ে দেব না। কারণ একটাই—নিজের প্রতি বিশ্বাস।
জীবনের পথে চলতে গিয়ে অনেক মুখোশধারী বন্ধু দেখেছি। তাদের ফাঁদে পড়ে ছোট ছোট মুহূর্তগুলো নষ্ট করেছি। আর নয়। এখন একা আছি, একাই থাকবো। হয়তো কিছুটা পিছিয়ে পড়বো, কিন্তু এই পিছিয়ে পড়াটাই আমাকে শিখাবে কীভাবে গুছিয়ে চলতে হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন