কোন ভাষায় পড়তে চান সিলেক্ট করুন

বুধবার, ৯ মে, ২০১৮

মুহূর্ত অনুভূতি (৭) - শুরুর শেষ বিন্দু


অনেকটা পথ বাকী .
যে পথের শুরুটাই চোখের সীমানার দূরে ।
দেখার শেষ প্রান্তে ।

দেখার শেষ প্রান্ত খুজতে খুজতে হয়তো আর শেষ প্রান্ত খুজে পাব না ।
আমি সামনে যত আগাবো ততোই চোখের সীমানা সামনে যাবে । আমি যে প্রতিজ্ঞাবদ্ধ চোখের সীমানার শেষ থেকে শুরু করবো ।
দেখার শেষ প্রান্ত আমারটা আমি খুজে আজো কি পাব ?
কেউ একজনের সাহায্য লাগবে ।
আমি তাকিয়ে থাকবো তার দিকে সে হেটে যাবে আমার সামনের দিকে, আমি তার দিকে স্থির ভাবে তাকিয়ে থাকবো । সে সামনে দিকে এগিয়ে যাবে সামনে যাবেই । একটা সময় সে আমার চোখের সীমানার দূরে চলে যাবে ।এই পৃথিবীর বিষন্ন ধুলোয় মিশে যাবে । ওটাই 
শুরুর শেষ বিন্দু  আমার ।
আমার পথ আমি খুজে পাবোই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন