কোন ভাষায় পড়তে চান সিলেক্ট করুন

সোমবার, ২৭ আগস্ট, ২০১৮

মুহূর্ত অনুভূতি (৮) - বোকা প্রেমিক


বোকা প্রেমিক একের পর এক মেসেজ দিয়েই যাচ্ছে তার প্রেমিকাকে । ভাল লাগার মুহূতে ,হতাশার মুহূর্তে, প্রচন্ত সুখে, প্রচন্ড অসুস্থ সময়েও , ওর কাছেই নাকি প্রতিটি মুহূর্ত শেয়ার করার নামই ভালবাসা ।সে মেসেজ দিয়ে যাচ্ছে নিলজ্জের মতন , রিপ্লে পাওয়া নাকি ওর কাছে ঈদের চাদের আনন্দ । রিপ্লে তো পাবি না বরং প্রতিটি মুহূর্তে মোবাইলে মেসেজ পাওয়ার আসায় অপেহ্মায় থাকায় তোর সাথি । এমন কেন হচ্ছে ? সে তো এমন ছিল না ? এই প্রশ্ন বোকা প্রেমিক বার বার নিজ মনের কাছে করেই যাচ্ছে ।ও বুঝতে পারে না কিছু । ইদানিং মোবাইল অপারেটর কম্পানীর মেসেজ পেয়ে ও লাফ মেরে উঠে আনন্দে এই বুঝি রিপ্লে । পরহ্মনে আবার বোকা বনে যাওয়া । শূন্যে মুখ তুলে বাজে ভাষায় গালি মারে মোবাইল অপারেটর কম্পা। আমাকে  কেন মেসেজ দেস । ওর এই আচরণ বন্ধুবহলে ব্যাপক হাসির জোয়ার উঠে । বোকা প্রেমিক ও বুঝে না তার মেসেজে প্রচন্ড বিরক্তফিল করছে মেয়েটি । এড়িয়ে চলার ভাষা যে আধুনিক যুগের না বলার ভদ্রতা ,এটা বুঝে না বোকা প্রেমিক । কি চাও ভালবাসা ?এটা তো পাবি নারে বোকা প্রেমিক, দুহাত ভরে অবহেলা নে । এটাই তোর অবুঝ মনের প্রাপ্তি 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন