শুভ রাত্রী 
আল মারুফ 
চোখ বুঝে তোমায় দেখি
চোখ খুলে দেখি তুমি নাই।
স্বপ্নে তোমার আনাগোনা 
সকাল বেলা দেখি তুমি নাই।
রাত্রী আমার ভীষন ভাল
সকালের সূর্য চোখে নাহি সয়। 
আমি আবার ঘুমের ঘরে
টেইলর সুইফট তোমার আশায়।
তাহার দেখা পাই যখন 
ঘুমের ঘড়ে থাকি তখন । 
দেখা দিও লহ্মীটা ।    
শুভ রাত্রী ..................
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন